যারা ইনভেস্ট ছাড়া ডোমেইন হোস্টিং বিজনেস করতে আগ্রহী তাদের জন্য আমাদের ফ্রী রিসেলার প্লানটি। মূল্য প্রিপেইড সেস্টেমে বিল যা আপনি আপনার কাস্টমারের কাছে টাকা নিয়ে কাস্টমারকে সার্ভিস দিতে পারবেন। কিভাবে ব্যবহার করবেন তার নিয়ম-কানুন নিচে দেয়া হল-
ফ্রি ডোমেইন রিসেলারঃ
সাধারণভাবে ডোমেইন রিসেলার অ্যাক্টিভেশন এবং WHMCS API প্রোভাইড করার জন্য আমরা এককালীন ৫ ডলার (৬০০ টাকা) চার্জ নেওয়া হয়। তবে বর্তমানে এটি সীমিত সময়ের জন্য সম্পূর্ণ ফ্রি করা হয়েছে।
সকল রিসেলারের জন্য ডোমেইনের মূল্য একই থাকবে এবং আমাদের প্রাইস লিস্ট অনুযায়ী রেট আপডেট হলে, সেই অনুযায়ী ডোমেইন ক্রয় করতে পারবেন।
বর্তমানে .com ডোমেইনের প্রাইস হচ্ছে $7.95, তবে অফার হিসেবে এখন চলছে $7.40 রেটে। ডলার রেট: ১২০ টাকা।
প্রাইস লিস্ট দেখতে ক্লিক করুন: প্রাইস লিস্ট দেখুন
ফ্রি হোস্টিং রিসেলারঃ
ফ্রি রিসেলার হোস্টিংয়ে আপনি শুরুতেই আমাদের ১২ জিবি প্ল্যান ব্যবহার করতে পারবেন। বিলিং হবে Pay-as-you-go ভিত্তিতে, অর্থাৎ আপনি যতগুলো হোস্টিং সেল করবেন, ততগুলোর জন্য মাস শেষে পেমেন্ট করবেন। যেমন: এই মাসে যদি কোনো হোস্টিং সেল না করেন, তাহলে পেমেন্ট করার প্রয়োজন নেই। পরের মাসে ২-৩টি সিপ্যানেল সেল করলে, সেই অনুযায়ী বিল নিজ দায়িত্বে হিসাব করে পেমেন্ট করতে হবে। একইভাবে, হোস্টিং কমে গেলে, পরবর্তী মাসে মেইলের মাধ্যমে তা জানিয়ে বিল সমন্বয় করতে পারবেন।
সি-প্যানেল প্রতি মাসিক মূল্যঃ
ডিস্ক স্পেস লিমিটঃ
ডোমেইন রিসেল করার জন্য আপনার নিজের একটি WHMCS Billing Portal থাকতে হবে। আমাদের ডোমেইন সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করা যাবে না — শুধুমাত্র WHMCS API এর মাধ্যমে অর্ডার করতে হবে। এ ব্যাপারে আমাদের থেকে সাপোর্ট লাগলে আমরা হেল্প করতে পারব।
অন্যান্য সার্ভিসঃ
আপনি চাইলে আমাদের অন্যান্য সার্ভিসও রিসেল করতে পারবেন:
সব সার্ভিসেই আপনি পাবেন কমপক্ষে ১৫%-২৫% ডিসকাউন্ট। এক্ষেত্রে কোন সার্ভিসে কি ধরনের কমিশন থাকবেন এটা নিয়ে আমরা আপনার সাথে চুক্তি করে করা হবে। যদি আপনি আমাদের রিসেলার সিস্টেমে যুক্ত হতে আগ্রহী হন, তাহলে নিচের লিংকে ক্লিক করে অর্ডার সম্পন্ন করুন।
We are providing a domain reseller program and a hosting reseller WHM panel. Our domain reseller registrar name is Public Domain Registry, and we have 3 locations, reseller hosting server 1. USA Location Server, 2. Singapore Location Server and 3. Bangladesh (BDIX) Location. You can easily sell hosting from multiple locations. We also offer cluster DNS, allowing you to use the same DNS across all servers. Both our domain reseller and hosting reseller services come with a White Label Panel. This enables you to resell domains and hosting under your own brand.
We always strive to provide friendly and helpful support. Additionally, we offer a wide range of video tutorials to help you manage your domain and hosting reseller accounts.
Reseller Hosting: 12 GB NVMe, 120 GB Bandwith, cPanel/WHM, Free SSL Certificate!
বিঃ দ্রঃ উপরোক্ত প্লান যে কোন সময় পরিবর্তন অথবা সংযোজন BD Webs করতে পারবে। আগ্রহীগণ রিসেলার অর্ডার করে, একটিভের জন্য ওপেন টিকেট করবেন।
Corporate Office (UK):
71-75 Shelton Street, Covent Garden, London, WC2H 9JQ.
Helpline: +4474-90803048
Branch Office (BD):
110, Goalbari, Mirpur-14,
Dhaka-1206
Helpline: 09644-222-333
Copyright 2010-2025 © www.bdwebs.com. All Rights Reserved.