Backup Plugins for cPanel/WHM Server

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০১৯

ব্যাকআপ প্লাগইন সম্পর্কিত কিছু সাধারণ ধারণাঃ

ওয়েব সাইট চালান সহজ কিন্তু দুর্ঘটনা বশতঃ যদি সাইট হ্যাক হয় অথবা সার্ভার ক্রাশ হয় অথবা, অন্য কোন কারণে সার্ভারের ডাটা লস হয় সেক্ষেত্রে ডাটা রিকোভারী করা অত্যন্ত কষ্ট কর। এমনও দেখা গেছে একবার ডাটা লস করার কারণে (দুঃখে, শোকে, কষ্টে) অনেকে সাইট চালানোই বন্ধ করে দিয়েছে।

এ ক্ষেত্রে যদি রাখা যায় অফসাইট ব্যাকআপ অর্থাৎ লোকাল সার্ভারের বাহিরে অন্য সার্ভারে ব্যাকআপ, তাহলে খুব সহজে পূর্বের ব্যাকআপ রেস্টোর করা যায়।

এ জন্য ব্যাকআপ প্লাগইনের গুরুত্ব অনেক বেশি। ব্যাংকআপ প্লাগইনের মাধ্যমে অটোমেটিক প্রতিদিন অথবা, সাপ্তাহিক অথবা, মাসিক আপনার প্রয়োজন মত ব্যাকআপ সেট করতে পারবেন।

আপনি যদি ভিপিএস অথবা ডেডিকেটেড সার্ভার ব্যবহার করে থাকেন তাহলে নিম্নোক্ত ব্যাকআপ প্লাগইন হতে যে কোন একটি ব্যবহার করতে পারেন- Jetbackup, cPremote, Restore Manager ইত্যাদি। এগুলো ছাড়াও অনেক প্লাগইন পাবেন অনলাইনে। আমি এই তিনটা প্লাগইন ব্যবহার করি বিধায় নাম মুখস্ত লিখে দিলাম। নিম্নে আমার অভিজ্ঞতা থেকে এই প্লাগইনগুলোর কিছু ধারণা দিচ্ছি-

Jetbackup:
এর মাসিক প্রাইস ৫.৯৫ ডলার। অন্যান্য গুলার চাইতে প্রাইস বেশি এদের সাপোর্ট এবং সিস্টেম খুবই ভাল। এই প্লাগইন দিয়ে প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক ব্যাপকআপ নেয়ার পাশাপাশি আপনার প্রয়োজন মত যে কোন সময়ের ব্যাকআপ সেট করতে পারবেন । যেমন চাইলে প্রতিদিন ১ ঘন্টার পর পর ব্যাকআপ সেট করতে চাইলেও পারবেন। যা অন্য প্লাগইনগুলাতে এতো সহজে করা যায় না।

cPremote:
এর মাসিক প্রাইস ৫ ডলার। এই প্লাগইন দিয়ে প্রতিদিন, সাপ্তাহিক, মাসিক আলাদা আলাদা ভাবে ব্যাপকআপ নেয়া যায়। এদেরও সাপোর্ট/টিকেট রেস্পন্স অনেক ভাল। নতুন নতুন অনেক ফিচারই এ্যাড করেছে। লাইভ চ্যাটের মাধ্যমেও তাদের হেল্প পাবেন।

Restore Manager:
এর মাসিক প্রাইস মাত্র ৩ ডলার। এই প্লাগইন দিয়ে প্রতিদিনের ব্যাকআপ রাখতে হয়। কিন্তু আলাদাভাবে সাপ্তাহিক, মাসিক ব্যাপকআপ রাখা যায় না। ধরুন,আপনি ১ মাসের ব্যাপকআপ রাখতে চাচ্ছেন তাহলে আপনাকে ৩০ দিনের ব্যাপকআপই রাখতে হবে। তাহলে আপনি ১ থেকে ৩০দিনের অর্থাৎ ৩০টা ব্যাপআপ পাবেন। অন্য প্লাগইনের মত দিনে একবার/ সাপ্তাহে একবার /মাসে একবার এমন ব্যাকআপ রাখা যায় না।
প্রাইস কম হসিবে এদেরও সাপোর্ট/টিকেট রেস্পন্স তেমন ভাল না।

Payment Options-

Download Our App-

Get our apps on play store

Connect with us-

Member of ID: 1831

Our Address-

Corporate Office (UK):
71-75 Shelton Street, Covent Garden, London, WC2H 9JQ.
Helpline: +4474-90803048

Branch Office (BD):
110, Goalbari, Mirpur-14,
Dhaka-1206
Helpline: 09644-222-333